একলা পথিক

চাঁদের কণার চষক হাতে দাড়িয়ে দিনরাত
এখানে একজন-ও পারে আরেকজন,
রাজকুমারীর পদধূলিতে খেয়ালী পাখিদের
আনাগোনায় কান পেতে থাকা,অপেক্ষার
বালুকাবেলায় দূরের পথে তাকিয়ে রয় পথিক।

দেয়ালের ওপারেই-শুয়ে থাকা মানবের অন্তর
উত্তপ্ত -পাশে বিগলিত বেদনার স্ফুলিঙ্গ দেখে
কেঁদে উঠেছিল মমতায় একজনা পথিক।
মরন্ত মত্তপ্রায় ডুবন্ত মানুষেরা; এবং পৃথিবীর
ধুলোতে আমরা ক্রমশই হারিয়ে যাচ্ছি বিভ্রম
আনন্দ-যজ্ঞের স্বর্গবেশ্যালয়ে।

সকল অন্ধকার- পা’র নূপুর হারানো আক্ষেপ,
অর্ধ-উলঙ্গ এই পৃথিবীর নৃত্যের তুফান,
আকাশে-পাতালে অচেনা আলোর
পুলসিরাতে অসহায় পথিক।

কোটি বছর পুরনো সেই ক্ষতবিক্ষত উঠানে,
কারণে-অকারণে আজও অন্ধকার-শুধুই অন্ধকার,
ভাবনার দোলনায় বিস্ময়-বিভোর একলা পথিক।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট