ঐ দূর আকাশের দিকে থাকিয়ে দেখ, আমার সব ইচ্ছেগুলো , যা খুজছে আজ তোমায় কোন দূর ঐ অজানার পথে। তুমি নেই বলে চেয়ে দেখো আজ ঐ মেঘহীন নীল আকাশটা ও নিস্তব্দ, চাৱদিকে যেন আজ বিষন্নতা। আজ খুব বেশি মনে পড়ে তোমায়, মনে পড়ে তোমার সেই স্নিগ্ধ উদাস দৃষ্টি, আর তোমার মাঝে লুকিয়ে থাকা সেই নৈসর্গিক সৌন্দর্য, কিন্তুু তুমি আজ নেই পাশে, তবুও তোমাকে খুজে পাই আমি প্রকৃতির ঐ নিসর্গিক সব সৌন্দর্যের মাঝে, জানি তুমি আর ফিরে আসবেনা৷ তার পরও প্রতিটি নিশিতে প্রতিটি স্বপ্নে আজও তোমাকে সাজাই আমি। হেটে চলি মনের বিষন্ন সমুদ্রের পাড় ধরে কোন এক গুধলি লগ্নে। জানি তোমাকে আর কখনো ফিরে পাবনা, তবুও শুধু জানি আমি আজও তোমাকে ভালোবাসি, হ্যা হৃদয়ে থাকবে তুমি আমৃত্যু।
লেখকঃ sdp mijan
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
একটা মানুষের ভেতর তুমি পরিমিতভাবে সবকিছু পাবা না ... একটা মানুষের ভেতর তুমি পরিমিতভাবে সবকিছু পাবা না ... যে মানুষটার ভেতর আবেগ বেশি, তার বাস্তবতার
ভালবাসার ছন্দ,,বলতে পারো? বলতে পারো?কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসেকোন মেঘেতে সূর্য,কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’কোন মেঘেতে বজ্র।কোন গ
সুখের থেকে স্বস্তিতে থাকা ভালো আমি সারা জীবন সুখ চাইনি। স্বস্তিতে থাকতে চেয়েছি। সুখের চেয়ে স্বস্তিতে থাকা অনেক আনন্দের। আমার গ
বিবেক অশ্রু ধরনীর বুক ছেড়ে চলে যাব একদিন...যাবার বেলায় বড় জ্বালা এই বুকে!দেখেছি আমি সোনালী ধানে রক্তের ছাপ
তুই কি আমার দুঃখ হবি চাঁদের কণার চষক হাতে দাড়িয়ে দিনরাতএখানে একজন-ও পারে আরেকজন,রাজকুমারীর পদধূলিতে খেয়ালী পাখিদেরআন
সুখ-দুঃখ আমার, অনেক অনেক দুঃখের মাঝে সুখও আছে নানাদুঃখ-সুখের বহুদিনের ভীষণ চেনা-জানা।দুঃখের জলেই সুখগুলোক
পূর্ববর্তী পোষ্ট
সেই_ছেলেটা
সেই_ছেলেটা
পরবর্তী পোষ্ট
শুকনো পাতার মরমর ধ্বনি..... ||
শুকনো পাতার মরমর ধ্বনি..... ||
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)