চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে ! ! !কি আছে তোর মাঝে বুঝি না.......শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে.......ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি.......কি অদ্ভুত ভালবাসা ........কি অদ্ভুত সম্পর্ক .......সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই .......আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে........সত্যি রে..!
লেখকঃ sdp mijan
এ বিভাগ হতে আরও কিছু পোষ্ট
প্রতিটি সম্পর্কেরই একটি নাম, রূপ, ভালবাসা রয়েছে। প্রতিটি সম্পর্কেরই একটি নাম, রূপ, ভালবাসা রয়েছে। ঠিক সেভাবে একেকজনের স্থানটি একেক রকমের হয়। রক্
ভালবাসার ছন্দ,,বলতে পারো? বলতে পারো?কোন মেঘেতে ‘বৃষ্টি’ হাসেকোন মেঘেতে সূর্য,কোন মেঘেতে ‘ঝিরি হাওয়া’কোন মেঘেতে বজ্র।কোন গ
শেষ আয়োজন যাপিত জীবনের স্বপ্নগুলির অপূর্ণ রূপতবু আজ অনুভূতি দুরারোগ্য ব্যাধিতে নিশ্চুপ!প্রান্তিক সময়
তোমার কথা মনে পড়ে যায় আকাশ যখন ঢেকে যায় শীতের কুয়াশায়দৃষ্টি যখন ঝাপসা হয়ে আসে বেদনার অশ্রুতেজানি না ঠিক তখনও কেন তোমার
এই ‘আমি’। একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলাপথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;নিস্তব্ধ দ্রোহের মায়াজালেশূন্যতার
আর আমি ভালবেসে হেরেছি...........। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি , "যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে ক
পূর্ববর্তী পোষ্ট
শুকনো পাতার মরমর ধ্বনি..... ||
শুকনো পাতার মরমর ধ্বনি..... ||
পরবর্তী পোষ্ট
যার একটি সুন্দর মন আছে,
যার একটি সুন্দর মন আছে,
- ব্লগার মন্তব্য
- ফেইসবুক মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)