"...আমি কবি হতে আসিনি বন্ধু ... "


যেখানে প্রতি ভোর সূর্যের মতো উজ্জ্বল  ...

আর সন্ধ্যারা ঝি ঝি পোকার ...
ডানার ঝাপটানিতে মুখরিত ...,
সেখানে মনকে ঘিরে মহাজাগতিক আলোরন-
অন্তহীন প্রেম !
বসন্তের তরু শখা হতে ঝরে পড়া ...
কুসুমিত কমনা বসনা   ।

আমি কবি হতে আসিনি ...
আমি আত্নার ইতিহাস স্বরন করতেই এসেছি ...
আলোর অলি গলি পার হয়েছে ...
যেই সব সূর্য সন্তানেরা ...,
আমি তাদের কথা বলতে এসেছি ।

আমি কবি হতে আসিনি  ...,
শতাব্দীর সন্ধি ক্ষনে ...
জীবন যেখানে মৃত্যুর পাশে মুখ উচায় ,
নীলাভ আকাশে মিথ্যে নক্ষত্রদের ...
জেগে ওঠা ,আসা যাওয়ায়,
কন্ঠে বিষ রেখে যারা স্পষ্ট করে-
মানবতার হৃদয়   ...কুসুমিত ভালোবাসায় ...;
আমি তাদের চেনাতে এসেছি ...

আমি কবি হতে আসিনি  ...
সমুদ্রের কক্ষে কক্ষে থেকে গেছে
যেই সব নাবিককেরা ...
সমুদ্র কন্যাদের ভালোবেসে ,
বলয় জড়ানো সাদা
নগ্ন বাহুর ভেতরে ...
আমি তাদের গল্পো বলতে এসেছি  ।

শত শত স্বপ্ন...
ক্ষুদ্র ক্ষুদ্র প্রজ্বলিত মেঘ মালায় ...
আমারে যে খুজে ফিরে ...
অনন্ত একত্বে  আত্নায় ...,
আমি তার সন্ধান করতে এসেছি...
আমি কবি হতে আসিনি বন্ধু  ।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট