পার্থিব জীবন সুখ দু:খের সম্মিলিত উপাদানে মোড়ানো। জীবনে সুখ আসে। আবার দু:খ আসে। সুখ কিংবা দু:খ যা ই আসুক জীবন থেমে থাকে না। দুঃখ, কষ্ট, বিপদ ও সঙ্কট মানুষের পার্থিব জীবনের অবিচ্ছিন্ন প্রসঙ্গ। কেউ দু:খ কষ্টে নিপতিত হলে তার নেতিবাচক প্রভাব পড়ে মানুষের শরীরে, মন মানসিকতায়, তার পরিবারে, তার সম্পদে এমনকি তার দেশেও পরিলক্ষিত হতে পারে।
দু:খ কষ্টে পতিত হলে মানুষের স্মরণ করা প্রয়োজন তার মহান রবের অমোঘ ঘোষণা। যে ঘোষণায় তিনি বলেছেন-
‘তিনি যদি তোমাকে বিপদ দিতে চান, তিনি ছাড়া এ বিপদ থেকে বাঁচানোর কেউ নেই। তিনি যদি তোমাকে কল্যাণ দিতে চান, এ কল্যাণ ঠেকানোর কেউ নেই। তিনি সব বিষয়ে ক্ষমতাশালী।’ আল কুরআন
কোরআনে কারিমের অন্যত্র আরও ইরশাদ হয়েছে-
‘বলো, তোমাদেরকে জল ও স্থলের অন্ধকার থেকে কে রক্ষা করেন? তোমরা তাকে ডাকো বিনয়ের সঙ্গে ও গোপনে। তোমরা বলো, তিনি যদি আমাদেরকে এর থেকে রক্ষা করেন তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হবো।’ আল কুরআন
একজন মুসলিম মনে-প্রাণে বিশ্বাস করেন, আল্লাহতায়ালাই সব সঙ্কট থেকে রক্ষাকারী। সব বিপদ ও কষ্ট দূরকারী। এ বিশ্বাস নিয়ে সে তার কাছে দোয়া করে নিষ্ঠা ও বিনয়ের সঙ্গে। কেননা আল্লাহতায়ালা বলেন-
‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’ আল কুরআন
সুতরাং, কষ্ট ও বিপদের সময় এক দিকে যেমন দুআ করতে হবে; অন্য দিকে আশা পোষণ করতে হবে, আল্লাহ পাক সঙ্কট থেকে প্রশস্ততার দিকে নিয়ে যাবেন, দুশ্চিন্তামুক্ত করবেন। দুআয় ওইসব বিষয়কে উসিলা তথা মাধ্যম বানানো উচিত, যেগুলোকে হযরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম বানিয়েছেন।
ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিআল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্কটকালীন সময়ে বলতেন-
‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’
অর্থাৎ ‘হে চিরঞ্জীব, হে নিজ থেকে প্রতিষ্ঠিত! আমি আপনার করুণা ও দয়ার মাধ্যমে সাহায্য চাই।’
বিপদ ও সঙ্কট থেকে রক্ষা পাওয়ার আরেকটি দুআ হলো- হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাবস্থায় যে দুআটি পড়েছিলেন। তা হচ্ছে-
‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।’
অর্থাৎ ‘আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।’
হযরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
‘কোনো মুসলিম এটি পড়ে আল্লাহর কাছে দুআ করলে, আল্লাহ পাক তাতে সাড়া দেবেন।’ -মুসতাদরাকে হাকেম
কারন, এটি মূলত: আল্লাহ তাআলারই ঘোষণা। তিনি বলেন-
‘আমি তার (ইউনূসের) ডাকে সাড়া দিয়ে, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি, অনুরূপ মুমিনদেরকে আমি মুক্তি দেবো।’
সঙ্কট থেকে মুক্তি, কঠিন অবস্থা দূর করা, কিয়ামত দিবসের বিভীষিকাময় অবস্থান থেকে পরিত্রাণ লাভের সবচেয়ে কার্যকর উপায় হলো- আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান, তার সন্তুষ্টি লাভের চেষ্টা, তার অসন্তুষ্টির কারণ হতে পারে এমন সকল কর্মকান্ড বর্জন, হযরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সুন্নাহর যথাযথ অনুসরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী সব কাজ সম্পাদন, এবং তার বিপরীতে চলা থেকে সর্বদা সতর্ক থেকে পার্থিব ক্ষনস্থায়ী জীবন পরিচালনা করা।
আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন।