সবাই বলে, সুখী মানুষের ঘুম বেশী ....
আমি বলি, ভুল ....
কষ্টে মানুষ ঘুমায় বেশী .... মানুষকে কখনও হাসতে হাসতে ঘুমাতে দেখিনি, দেখেছি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে ....
যে মানুষটি মনের মানুষ হারিয়ে ফেলেছে তাকে আমি কখনও কান্না করে হাঁটতে-চলতে দেখিনি, দেখেছি নিশ্চুপ ঘুমিয়ে যেতে .... দূর থেকে অনেকেই বলবে, সে ঘুমের ঔষধ খেয়েছে .... নারে ভাই, মনের কষ্ট লুকাতে ঘুম তাকে ডেকে নিয়ে গেছে ....
রাস্তার ফুটপাত ঘেষে দিনের বেলাতেও দেখি, কতো কতো মানুষ ঘুমিয়ে আছে .... অনেকেই বলবে, এরা নেশা করে ঘুমাচ্ছে .... নারে ভাই, অতিরিক্ত কষ্ট তাদের দিনের আলোতেও চোখ মেলতে দেয়না ....
চলন্ত বাসে একজন লোক ঘুমাচ্ছে, তিনি কি সুখী ?? তাকে ডেকে তুলুন .... শুনবেন, বেতনের সবটুকু টাকা ব্যাংক লোনে কেটে গেছে, না হয় ঘরে বাজার নেই ....
গাছের নীচে যেই মানুষটি ঘুমিয়ে আছে, সেও কি সুখী ?? তাকে ডেকে তুলুন .... শুনবেন, গরু হারিয়ে গেছে, না হয় চাকরী চলে গেছে ....
দিন রাত মরার মতো যে মানুষটি ঘুমাচ্ছে, সে কি সুখী ?? খোঁজ নিয়ে দেখুন, মানুষটি বড় কোনো রোগে আক্রান্ত ..... জীবনের শেষ কটা দিন বেঁচে থাকার আশায় দেহে প্রান নিয়ে মানুষটি ঘুমিয়ে আছে .... চোখ মেললেই দেখে বেঁচে থাকার সপ্ন, যেই সপ্ন তাকে আরও অনেকখানি মেরে ফেলে .....
যে মানুষটি ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও .... কেন তাকে খোঁচা মেরে বলছো,
" বড্ড সুখে আছ, আরও বেশী করে ঘুমাও " !!!
ঘুমালে কষ্ট কমে, হায়াত বেড়ে যায় ....
ঘুমালে প্রেম কমে, মনটা বেঁচে যায় .
আমি বলি, ভুল ....
কষ্টে মানুষ ঘুমায় বেশী .... মানুষকে কখনও হাসতে হাসতে ঘুমাতে দেখিনি, দেখেছি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে ....
যে মানুষটি মনের মানুষ হারিয়ে ফেলেছে তাকে আমি কখনও কান্না করে হাঁটতে-চলতে দেখিনি, দেখেছি নিশ্চুপ ঘুমিয়ে যেতে .... দূর থেকে অনেকেই বলবে, সে ঘুমের ঔষধ খেয়েছে .... নারে ভাই, মনের কষ্ট লুকাতে ঘুম তাকে ডেকে নিয়ে গেছে ....
রাস্তার ফুটপাত ঘেষে দিনের বেলাতেও দেখি, কতো কতো মানুষ ঘুমিয়ে আছে .... অনেকেই বলবে, এরা নেশা করে ঘুমাচ্ছে .... নারে ভাই, অতিরিক্ত কষ্ট তাদের দিনের আলোতেও চোখ মেলতে দেয়না ....
চলন্ত বাসে একজন লোক ঘুমাচ্ছে, তিনি কি সুখী ?? তাকে ডেকে তুলুন .... শুনবেন, বেতনের সবটুকু টাকা ব্যাংক লোনে কেটে গেছে, না হয় ঘরে বাজার নেই ....
গাছের নীচে যেই মানুষটি ঘুমিয়ে আছে, সেও কি সুখী ?? তাকে ডেকে তুলুন .... শুনবেন, গরু হারিয়ে গেছে, না হয় চাকরী চলে গেছে ....
দিন রাত মরার মতো যে মানুষটি ঘুমাচ্ছে, সে কি সুখী ?? খোঁজ নিয়ে দেখুন, মানুষটি বড় কোনো রোগে আক্রান্ত ..... জীবনের শেষ কটা দিন বেঁচে থাকার আশায় দেহে প্রান নিয়ে মানুষটি ঘুমিয়ে আছে .... চোখ মেললেই দেখে বেঁচে থাকার সপ্ন, যেই সপ্ন তাকে আরও অনেকখানি মেরে ফেলে .....
যে মানুষটি ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও .... কেন তাকে খোঁচা মেরে বলছো,
" বড্ড সুখে আছ, আরও বেশী করে ঘুমাও " !!!
ঘুমালে কষ্ট কমে, হায়াত বেড়ে যায় ....
ঘুমালে প্রেম কমে, মনটা বেঁচে যায় .