চোখে খেলা করে জল…

আজও হৃদয়ে রক্তে আজও ভুল…
আজও তুমি...
জ্বলজ্বল চোখা নারী…
চূর্ণ বিচূর্ণ আনন্দ শরীরে…।

চোখ আছে অশ্রু নেই…
দৃষ্টিও অন্যলোকে….
এ বড়ো কষ্ট আমার….
পৃথিবীর কৃষ্ণতম রাতে…
যেন শান্ত পুকুরে…
ঘোলা পানির আলোড়ন…।

প্রগাঢ় আবেগে নিবেদন করি…
শব্দ মুখর সাগরপারে…
খুঁজে কি পাব…
উত্তম ভুবন কোন…
মুক্তির সহজ পথে… ?

শুনে ঘন কালো মেঘ…
গেল ভেঙে সহসা…
গতিহীন বাতাসে…
বিনা শব্দে…..!

চোখে খেলা করে জল…
ধুম বৃষ্টিতে হদয়ের অগোচরে…
জ্বলজ্বল চোখে…
তুমি শুধু বললে…,
শান্তি তো দূরঅস্ত…;
তবে..মুক্তি দাও….!