"...আজ তুমি ডেকেছো আমায়... "

আজ তুমি ডেকেছো আমায়..

কেন এমন করে ডাকো ?
আমাকে করো ভয়ার্ত...,
কেঁপে কেঁপে উঠি দেহময়...।


তুমি -তো জানো...,
দেবতারাও বর ফেরাতে অক্ষম..;
কেন তবে অশ্রু....?
পৃথির বাহুতে যতদিন তুমি আমি...
স্বপ্নের ভূমির মতো প্রসারিত...
আলোক উদ্ভাসে মৃত্যুর ভ্রুকুটির মুখে..
বেলোয়ারি ফুলের মতো...,
লাজুক আফছা রং মুছে যায় যদি..,
রঙের কি সাধ্য তাকে ধরে ,...বলো ?

হে মোর প্রেয়সী..,
যে চোঁখে শেষ বার হারিয়াছি তোমাকে..
মনের গহনে....;
রোধ করেছে মোর মুক্তির দ্বার...
আত্নঘাতী মত্ততায় চিত্তের গভীরে...।

আজ তুমি ডেকেছো আমায়...
বাসন্তী আকাশে তাই বুঝি...
ভির করেছে নক্ষত্রের দল যতো ...,
জল প্রপাতের নরোম...
রিনিঝিনি শব্দের মতো...,
তোমার উম্মেচিত অন্তরাত্নায়...,
আর আমার খোলা দু'চোঁখে .....।