তুই কি আমার দুঃখ হবি sdp mijan কোন মন্তব্য নেই আর আমি ভালবেসে হেরেছি.. ইতিহাস কিছু স্মৃতি জীবন প্রিয়তমা… মনের মাঝে মিজান sdp mijan চাঁদের কণার চষক হাতে দাড়িয়ে দিনরাতএখানে একজন-ও পারে আরেকজন,রাজকুমারীর পদধূলিতে খেয়ালী পাখিদেরআনাগোনায় কান পেতে থাকা,অপেক্ষারবালুকাবেলায় দূরের পথে তাকিয়ে রয় পথিক। দেয়ালের ওপারেই-শুয়ে থাকা মানবের অন্তরউত্তপ্ত -পাশে বিগলিত বেদনার স্ফুলিঙ্গ দেখেকেঁদে উঠেছিল মমতায় একজনা পথিক।মরন্ত মত্তপ্রায় ডুবন্ত মানুষেরা; এবং পৃথিবীরধুলোতে আমরা ক্রমশই হারিয়ে যাচ্ছি বিভ্রমআনন্দ-যজ্ঞের স্বর্গবেশ্যালয়ে। সকল অন্ধকার- পা’র নূপুর হারানো আক্ষেপ,অর্ধ-উলঙ্গ এই পৃথিবীর নৃত্যের তুফান,আকাশে-পাতালে অচেনা আলোরপুলসিরাতে অসহায় পথিক। কোটি বছর পুরনো সেই ক্ষতবিক্ষত উঠানে,কারণে-অকারণে আজও অন্ধকার-শুধুই অন্ধকার,ভাবনার দোলনায় বিস্ময়-বিভোর একলা পথিক। শেয়ার করুন