বিবেক অশ্রু



ধরনীর বুক ছেড়ে চলে যাব একদিন...
যাবার বেলায় বড় জ্বালা এই বুকে!
দেখেছি আমি সোনালী ধানে রক্তের ছাপ।
তবু কেন মনে এই বাসনা জাগে,
শত সহস্র বছর পরে, আবার আসি ফিরে।

আলপথে পাকা ধানের ঘ্রাণে জুড়াই প্রাণ।
পূর্ণিমার রাতে লক্ষ্মী পেঁচা,
তখনও কি থাকবে বসে?
সহস্র বছর পরে শঙ্খচিল হয়ত
ডানা মেলে উড়ে গেছে বহুদূরে!
ঘাসফড়িং কি থাকবে অপেক্ষাতে?

জানি না তবুও কেন ফিরতে চায় মন...
তখনও কি ঘর্মাক্ত কপাল মুছিয়ে দেবে তোমার স্নিগ্ধ আঁচল!
এত শোভা, প্রেম, ভালোবাসায়
কোথা থেকে এলো বিদ্বেষ হিংসা?
সোনালী ধানে আজ রক্তের দাগ...
সহস্র বছর ধরে বিবেক অশ্রু জলে সে দাগ মুছে দিও বন্ধু!

উচাটন মন, উতলা প্রতিক্ষণ;
ফিরে পেতে চায় ভালোবাসা।
যদি আসি...
হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়,
নাম ধরে ডেকো আমায়।
আমি তোমাদেরই একজন...