জীবন নাট্য মঞ্চের অদ্ভুদ খেলা ঘরে তুমিত আছ সুখে অচেনা আশ্রয়ে সুখ খুঁজে |
আজো আমি সন্ন্যাসী অবিরত দহন সুরে ভালো আছি বলে মিথ্যে ভালো থাকার অভিনয়ে!
বন্দি গ্রিলের আবছা অন্ধকারে বুক ঝাপড়ানো আমার আর্তনাদ যদি শুনতে পাও ভেবে নিয়ো খুব ভালো আছি নিজেকে জ্বেলে,
তরী ভিড়িয়ে নোঙর ঘুরানোর মানুষ আমি নই! তোমার বুনে যাওয়া স্মৃতির স্পর্শ বুকে আঁকড়ে ধরে আমি না হয় খুঁজে নিবো অনন্তে হারিয়ে যাওয়া ধ্রুবতারা !
হতেও পারে আমার এ লিখনি অস্রু সিক্ত চোখে শেষ বিদায়ী অধ্যায় !
ভালো থেকো আমায় ভুলে,
তোমার সুখের ছোয়া নজরে না লাগে জেনো সামনে এগিয়ে যেও থেমনা কোনো পিছুটানে!
আজো আমি সন্ন্যাসী অবিরত দহন সুরে ভালো আছি বলে মিথ্যে ভালো থাকার অভিনয়ে!
বন্দি গ্রিলের আবছা অন্ধকারে বুক ঝাপড়ানো আমার আর্তনাদ যদি শুনতে পাও ভেবে নিয়ো খুব ভালো আছি নিজেকে জ্বেলে,
তরী ভিড়িয়ে নোঙর ঘুরানোর মানুষ আমি নই! তোমার বুনে যাওয়া স্মৃতির স্পর্শ বুকে আঁকড়ে ধরে আমি না হয় খুঁজে নিবো অনন্তে হারিয়ে যাওয়া ধ্রুবতারা !
হতেও পারে আমার এ লিখনি অস্রু সিক্ত চোখে শেষ বিদায়ী অধ্যায় !
ভালো থেকো আমায় ভুলে,
তোমার সুখের ছোয়া নজরে না লাগে জেনো সামনে এগিয়ে যেও থেমনা কোনো পিছুটানে!