জানিনা কিসের টানে

সেদিন শ্রাবণের সন্ধ্যা বেলা ,
হেঁটে চলেছি বহুদূর ,
জানিনা কিসের টানে কিংবা কিসের মায়ায় ,
মন চেয়েছে হারিয়ে যেতে শুধুই দূর অজানায় ,
হয়তোবা কেউ রয়েছে আমার পথ পানে চেয়ে ,
তারই প্রতীক্ষা শেষ করতে হয়তো আমি তারই পানে ছুটে চলেছি , মনে লাগে ভয়,
কে জানে কি হয়?
পাবো কি তার দেখা ?
যার জন্য এতকাল পথ চেয়ে বসে আসি ,
নাকি ছুটে চলেছি কোনো অসীম শূন্যতায়,
ঠিক যেন মায়া হরিণের মতো,
যে কেবল ডেকে বেড়ায়,
হাতছানি দেয় কিন্তু ধরা দেয় না ….